মেসির সাথে সাক্ষাত আফগান শিশুটির

মেসির সাথে সাক্ষাত আফগান শিশুটির

এসএএম স্টাফ,
শেয়ার করুন

প্লাস্টিকের ব্যাগ দিয়ে আর্জেন্টিনার লিওনেল মেসির জার্র্সি পরা ৬ বছর বয়সের সেই আফগান শিশুটির সুযোগ ঘটেছে তার স্বপ্নের নায়ক ফুটবল সম্রাট মেসির সাথে সাক্ষাতের । মেসির জার্সি পরার বায়না ধরা আফগান শিশু মুরতাজা আহমাদিকে তার মা অর্থের অভাবে কাপড়ের জার্সি বানিয়ে দিতে পারেননি। অগত্যা প্লাস্টিকের ব্যাগ দিয়েই তৈরি করে দেন মেসির আর্জেন্টিনার জার্সি।
মুরতাজার সে জার্সি পরা অনাবিল হাসির ছবিটি ভাইরাল হয়ে কম্পিউটার আর মোবাইলের স্ক্রীণে স্ক্রীণে ভেসে বেড়ায়। ফুটবল অনুরাগি আর উৎসুকদের আলোচনার পাদপ্রদীপে চলে আসে এই আফগান দরিদ্র পরিবারের শিশুটি।
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশের গ্রামের সেই শিশু হলুদ জামা পরে তার স্বপ্নের ফুটবল নায়ক লিনেল মেসির হাত ধরে কাতারের ফুটবল মাঠে সগর্ভে হাটেন। পরবর্তী ফুটবল বিশ^ কাপের আয়োজক দেশ কাতারের রাজধানী দোহা স্টেডিয়ামে  স্পেনের বার্সিলোনা এবং সৌদি আরবের আল আহলি ক্লাবের মধ্যে একটি প্রীতি মাচ্যের আয়োজন করা হয়। সেখানে বার্সিলোনা ক্লাবের খেলোয়াড়দের সাথে ছবি তোলার সময় যোগ দেয় মুরতাজা। সে ম্যাচে  বলটি মাঝ মাঠের বৃত্তে বসিয়ে দেয় । রেফারি বলটি নেয়ার পর দৌড়ে চলে যায় আবার মেসির দিকে।
গত ফেব্রুয়ারিতে মুরতাজা বলসহ আর্জেন্টিনা ও বার্সেলোনা জার্সি উপহার পায় ৫ বারের বিশ^ সেরা বার্সিলোনার ফুটবল তারকা মেসির কাছ থেকে।

তার প্লাস্টিক ব্যাগের জার্সি সাথে নিয়ে মুর্তজা আহমাদী

print
শেয়ার করুন