মালদ্বীপে স্থানীয় পরিষদ নির্বাচন স্থগিত

মালদ্বীপে স্থানীয় পরিষদ নির্বাচন স্থগিত

এসএএম স্টাফ,
শেয়ার করুন

মালদ্বীপে স্থানীয় পরিষদ নির্বাচন দু’মাসের জন্য স্থগিত করা হয়েছে। ক্ষমতাসীন প্রগ্রেসিভ পার্টি অব মালদ্বীপ (পিপিএম)’র করা একটি মামলার রায়ে আদালত এই নির্দেশ দেয়।
আগামী ১৪ জানুয়ারি এই নির্বাচন অনুষ্ঠানের কথা ছিলো।
নির্বাচন স্থগিত চেয়ে পিপিএম দেশটির ফৌজদারি আদালতে মামলা করে। অনিবার্য কারণে এ নির্বাচনে অংশ নেয়া সম্ভব হবে না বলে মামলার আর্জিতে দলটি উল্লেখ করে।
আদালত তার রায়ে বলে, নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হলে পিপিএম-এর যে ক্ষতি হবে তা নির্বাচন স্থগিত করলে নির্বাচন কমিশনের ক্ষতির চেয়ে বেশি।
আদালতের রায়ের ফলে এখন আগামী মার্চে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
আগামী বছর ফেব্রুয়ারিতে বর্তমান স্থানীয় পরিষদের মেয়াদ শেষ হবে। দেশটির আইন অনুযায়ী পুরনো স্থানীয় পরিষদের মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন পরিষদের নির্বাচন হওয়ার কথা।
তবে, নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান পরিষদ সদস্যরাই ক্ষমতায় থাকবেন বলে আদালতের রায়ে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন