আন্তর্জাতিক সালিশ কেন্দ্র স্থাপন করবে মালদ্বীপ

আন্তর্জাতিক সালিশ কেন্দ্র স্থাপন করবে মালদ্বীপ

এসএএম স্টাফ,
শেয়ার করুন

আদালতের বাইরে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে মালদ্বীপ সরকার এই দ্বীপপুঞ্জে একটি আন্তর্জাতিক সালিশ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। দেশটি মনে করে, কোন সালিশ কেন্দ্র না থাকায় আদালতের মাধ্যমে বিভিন্ন ব্যবসায়িক বিরোধ নিষ্পত্তি করতে গিয়ে ব্যবসায়িদের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।

মালদ্বীপের প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন আব্দুল গাইয়ুম গত সোমবার এই উদ্যোগের কথা ঘোষণা করেন। এর আগে তিনি ‘মালদ্বীপে ব্যবসা পরিচালনা-আইনি প্রেক্ষাপট’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য রাখেন।
বর্তমান অবস্থা পরিবর্তনের ওপর জোর দিয়ে প্রেসিডেন্ট বলেন, বিভিন্ন আন্তর্জাতিক ব্যবসায়িক দলিল স্থানীয় ভাষায় অনুবাদ করে তা আদালতে দাখিল করা একটি মৌলিক সমস্যা। মালদ্বীপে ক্রমেই অধিকহারে বিদেশি বিনিয়োগ আসছে। তাই দেশটির একটি শক্তিশালী বিরোধী নিষ্পত্তি ব্যবস্থাও থাকা উচিত।
একটি সালিশ কেন্দ্র স্থাপনের ব্যাপারে মালদ্বীপ সরকার সিঙ্গাপুর ও মালয়েশিয়ার সঙ্গে ইতোমধ্যে আলোচনা শুরু করেছে।
সম্প্রতি মালদ্বীপ সরকার দ্বীপপুঞ্জের প্রধান বিমানবন্দর নির্মাণ নিয়ে এক বিরোধ নিষ্পত্তির জন্য সিঙ্গাপুরের একটি সালিশ আদালতে যেতে বাধ্য হয়। বিরোধে সিঙ্গাপুরের সালিশ আদালত ভারতের জিএমআর গ্রæপ অব কোম্পানিজ-এর পক্ষে রায় দেয়। ফলে ভারতীয় কোম্পানিটিকে ২৭১ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে বাধ্য হয় মালদ্বীপ সরকার।

শেয়ার করুন