মালদ্বীপে সাবমেরিন ক্যাবল উদ্বোধন

মালদ্বীপে সাবমেরিন ক্যাবল উদ্বোধন

এসএএম স্টাফ,
শেয়ার করুন

মালদ্বীপে সমুদ্রের নীচ দিয়ে বসানো ক্যাবলের মাধ্যমে প্রধান ছয়টি দ্বীপ সংযুক্ত করার কাজ শেষ হয়েছে। চীনের হুয়াওয়ে মেরিন কোম্পানির সঙ্গে যৌথভাবে মালদ্বীপের ‘ওরেডো’ এই ক্যাবল স্থাপনের কাজ সম্পন্ন করে। ডিজিটাল মালদ্বীপ গড়ার লক্ষ্যে দেশটির সরকারের সবগুলো দ্বীপ ও রেসর্টে উচ্চ গতিসম্পন্ন ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা পৌছে দেয়ার যে কর্মসূচি রয়েছে এই এক হাজার দুইশ’ কিলোমিটার দীর্ঘ ক্যাবল প্রকল্প তারই অংশ।

এই সাবমেরিন ক্যাবল-এ হুয়াওয়ের ১০০-জি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এতে দেশটির ইন্টারনেট কানেকটিভিটির ব্যাপক উন্নতি ঘটবে বলে আশা করা হচ্ছে। ফাইবার অপটিক প্রযুক্তির এই ব্যবস্থা সার্ক দেশগুলোর মধ্যে মালদ্বীপকে সবচেয়ে আধুনিক আইসিটি অবকাঠামো যোগান দেবে।
২৫ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে স্থাপিত এই সাবমেরিন ক্যাবল যে বিস্তৃত নেটওয়ার্ক তৈরি করবে তা উচ্চ ব্যান্ডইডথ সেবা দিতে সক্ষম হবে। এই ক্যাবল একটি টেকসই ইন্টারনেট নেটওয়ার্ক তৈরি করবে যা দেশটির ক্রমবর্ধমান ইন্টারনেট যোগাযোগ চাহিদা পূরণ করতে পারবে।
সম্প্রতি রাজধানী মালেতে ক্যাবল উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আজলিন আহমেদ আশা প্রকাশ করে বলেন যে মালদ্বীপকে দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে সবচেয়ে উন্নত ইন্টারনেট সংযুক্ত দেশে পরিণত করতে সরকারের যে ভিশন রয়েছে এই নেটওয়ার্ক তার সহায়ক হবে। এটা মালদ্বীপের আইসিটি শিল্পকে আরো উন্নত পর্যায়ে নিয়ে যাবে।
মালেতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াং ফুকাং অনুষ্ঠানে অংশ নেন।

শেয়ার করুন