মালদ্বীপে রাজনৈতিক মেরুকরণে জাতিসংঘ উদ্বিগ্ন

মালদ্বীপে রাজনৈতিক মেরুকরণে জাতিসংঘ উদ্বিগ্ন

এসএএম স্টাফ,
শেয়ার করুন

ভারত মহাসাগরীয় রাষ্ট্র মালদ্বীপে ক্রমবর্ধমান রাজনৈতিক মেরুকরণে জাতিসংঘ মহাসবিচ বান কি-মুন উদ্বেগ প্রকাশ করেছেন। তার দফতর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

বান কি-মুন বলেন, ক্রমবর্ধমান রাজনৈতিক মেরুকরণের কারণে এই দ্বীপরাষ্ট্রটির সরকার ও বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা কঠিন হয়ে পড়ছে।
সবাইকে নিয়ে একটি ‘ইনক্লুসিভ ডায়ালগ’ শুরুর জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে দেশটির সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি মহাসচিব আহবান জানান।
বিবৃতিতে বলা হয়, ‘সমঝোতার ভিত্তিতে সবার কাছে গ্রহণযোগ্য একটি সমাধান খুঁজে বের করতে মহাসচিব গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থ রক্ষা ও গণতান্ত্রিক নীতি ও প্রতিষ্ঠানগুলো সংরক্ষণের মধ্য দিয়ে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর জোর দিয়েছেন।’
বান কি-মুন বলেন, মালদ্বীপের সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সত্যিকার অর্থে একটি ‘জেনুইন ডায়ালগ’-আয়োজনের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে জাতিসংঘ প্রস্তুত রয়েছে।

শেয়ার করুন