সম্পর্ক জোরদারে মালদ্বীপের প্রতি চীনের আহ্বান

সম্পর্ক জোরদারে মালদ্বীপের প্রতি চীনের আহ্বান

এসএএম স্টাফ,
শেয়ার করুন

চীন ‘ওয়ান বেল্ট, ওয়ান রোড’ [ওবিওআর] উদ্যোগের আওতায় উন্নয়ন কৌশলগুলো সমন্বয়ের জন্য মালদ্বীপের প্রতি আহ্বান জানিয়েছে। সম্প্রতি বেইজিং সফরকালে মালদ্বীপ পার্লামেন্ট ‘মজলিস’-এর স্পিকার আব্দুল্লাহ মাসিহ মোহাম্মদের সঙ্গে বৈঠকে ন্যাশনাল কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান ঝাং দেজিয়াং এই আহ্বান জানান।

চীনের প্রেসিডেন্ট শি ঝিনপিং ২০১৩ সালে ‘ওবিওআর’ উদ্যোগের ঘোষণা দেন। এই উদ্যোগ চীনের সঙ্গে মালদ্বীপের সহযোগিতা জোরদারের নতুন সুযোগ সৃষ্টি করেছে বলে বেইজিং মনে করে। চীনা নেতা মালদ্বীপের সঙ্গে চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন এবং সহযোগিতার নতুন উপায় খুঁজে বের করার ওপর জোর দেন।
২০১৩ সালে প্রেসিডেন্ট শি’র মালদ্বীপ সফরকালে দু’দেশ ভবিষ্যতের প্রতি লক্ষ্য রেখে একটি বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক অংশীদারিত্ব প্রতিষ্ঠায় সম্মত হয়। তখন থেকে মালদ্বীপের অর্থনীতি ও বাণিজ্য, অবকাঠামো, পর্যটন, জনগণের জীবিকা ও স্থানীয় বিভিন্ন প্রকল্পে দু’দেশের মধ্যে সহযোগিতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।
মালদ্বীপ-চীন সম্পর্ক একটি ক্ষুদ্র ও একটি সুবিশাল রাষ্ট্রের মধ্যে বন্ধুত্বের মডেল হতে পারে বলে মাসিহ মনে করেন।
চীনের সঙ্গে পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক মালদ্বীপ সরকার, পার্লামেন্ট ও জনগণের প্রত্যাশা পূরণ করছে বলেও উল্লেখ করেন তিনি।
দু’দেশ ও তাদের জনগণের বৃহত্তর কল্যাণের লক্ষ্যে বন্ধুত্বপূর্ণ লেনদেন জোরদারে বেইজিংয়ের সঙ্গে কাজ করতে মালে আগ্রহী বলে মসজিলস স্পিকার জানান। মালদ্বীপ ‘বিচক্ষণধর্মী দ্বিপাক্ষিক সহযোগিতা’ সমর্থন করেও তিনি জানান।
মালদ্বীপ ও চীন ২০১৭ সালে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪৫তম বার্ষিকী উদযাপন করবে।

শেয়ার করুন